
শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেনা ক্যান্সারে আক্রান্ত ২৪ বছর বয়সী যুবক মুরসালিন। মুরসালিন উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের হতদরিদ্র সবজি বিক্রেতা শাহজাহান হাওলাদারের একমাত্র পুত্র। অসুস্থ্য মুরসালিন জানান, তিনি ঢাকায় দিন মজুরের কাজ করতেন। তিন মাস পূর্বে বুকে ব্যথা ওঠে। এরপর ফার্মেসী থেকে ওষুধ কিনে সেবন করেন। এতে শরীর আরো খারাপ হলে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা করান। এতে শারীরিক কোন উন্নতি না হওয়ায় সর্বশেষ খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে মুরসালিন ক্যান্সারে আক্রান্ত বলে চিকিৎসকরা জানান। মুরসালিনের বাবা হতদরিদ্র শাহজাহান হাওলাদার জানান, ছেলের চিকিৎসার পিছনে ইতোমধ্যে দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। খুলনা থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছেন। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার খরচ তার পক্ষে বহণ করা সম্ভব নয়। তিনি ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি আরো জানান, ইতোমধ্যে এলাকাবাসীর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ছেলের চিকিৎসার খরচ বহণ করেছি। এখন সমাজের বিত্তবানদের সহযোগিতা ছাড়া ছেলের চিকিৎসা করানো সম্ভব নয়। শাহজাহান হাওলাদার তার ছেলের চিকিৎসার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন (সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বরঃ ০১৭২৯-৮৪৪৭২৪)।