ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজায় গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মাগুরখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা মতবিনিময় করেন। পরিদর্শনকালে এমপি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ আপনাদের পাশে রয়েছে। অসম্প্রদায়িক বাংলাদেশে কোন প্রকার অপশক্তির ঠাঁই নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, মোল্লা জাহিদুল ইসলাম, মোল্লা সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, সুকৃতি মন্ডল, শেখ ইকবাল হোসেন, চৈতালী হালদার, মাইকেল রায়, সুব্রত গোলদার, স্বরসতি মন্ডল, গোপাল হালদার, খান আবুল বাশার, বিশ্বজিৎ কুমার মন্ডল, মনিরুল ইসলাম, ভবতোষ মন্ডল, লিংকন মন্ডল, নিরব গোলদার, হরিচাদ, শাওন, রিপন প্রমুখ।
অসম্প্রদায়িক বাংলাদেশে কোন প্রকার অপশক্তির ঠাঁই নেই : এমপি নারায়ণ চন্দ্র
Leave a comment