জন্মভূমি ডেস্ক : আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০টার দিকে ‘শাস্ত্রী’ ছবির শুটিং ফ্লোরেই অসুস্থ বোধ করেন অভিনেতা। তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা।
সর্বশেষ খবর অনুযায়ী (এ রিপোর্ট লেখা পর্যন্ত) প্রাথমিকভাবে অভিনেতা মিঠুন চক্রবর্তী এমআরআই করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম অনন্দবাজার জানিয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। কালক্ষেপণ না করে তাকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা।
গত বছর পূজায় তার ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়ায় দর্শক মহলে। এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন মিঠুন চক্রবর্তী।