জন্মভূমি ডেস্ক : আদালতের নির্দেশ অমান্য করায় ব্রাজিলে নিষিদ্ধ করা হয়েছে ইলন মাস্কের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। আদালতের সমস্ত আদেশ মেনে চলা এবং জরিমানা প্রদান না করা পর্যন্ত অবিলম্বে এবং সম্পূর্ণ স্থগিতাদেশের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস। শুক্রবার এ আদেশ দেন তিনি। খবর বিবিসির।
ভুল খবর বা তথ্য ছড়ানোর দায়ে কিছুদিন আগে ব্রাজিলের আদালত কিছু এক্স হ্যান্ডেল বন্ধ করে দেয়। এ নিয়ে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরায়েসের সঙ্গে আইনি লড়াই চলছে এক্সের মালিক ইলন মাস্কের।
মূলত সেন্সরশিপ ইস্যুতে এক্সকে ২৪ ঘণ্টার মধ্যে আইন বিষয়ক প্রতিনিধি পাঠানোর জন্য সময় দিয়েছিল ব্রাজিলের আদালত। কিন্তু সময় শেষ হয়ে গেলেও প্রতিনিধি পাঠায়নি ইলন মাস্কের এক্স। এ কারণে নিষিদ্ধ করা হয়েছে তার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।
ব্রাজিলের আইন অনুসারে, সব ইন্টারনেট কম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যিনি আইনগত বিষয় দেখবেন। সেই প্রতিনিধিকে আইনগত বিষয়গুলো জানানো হবে, যাতে তিনি উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন।
কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিলে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে দেয়। আদালত ২৪ ঘণ্টার মধ্যে এক্সকে আইনি প্রতিনিধি নিয়োগের আদেশ দিলেও তা মানেনি প্রতিষ্ঠানটি। এক্স বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতি মোরায়েস ওই প্রতিনিধিকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছিলেন।
এদিকে ব্রাজিলের এ সিদ্ধান্তে সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন এক্সের মালিক এলন মাস্ক। তিনি বলেন, “ব্রাজিলের একজন বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এক্সকে ধ্বংস করছে।”
রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের টেলিযোগাযোগ সংস্থার প্রধানকে এক্স প্ল্যাটফর্মটি স্থগিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্ল্যাটফর্মটি ব্রাজিলে বন্ধ ক্রয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে বিচারপতি মোরায়েস অ্যাপল এবং গুগলের মতো সংস্থাগুলিকে তাদের অ্যাপ্লিকেশন স্টোরগুলি থেকে এক্স সরাতে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমে এক্সের ব্যবহার ব্লক করার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর স্টারলিংকের উপরও নিষ্ধোজ্ঞা জারি করেছেন ব্রাজিলের বিচারপতি মোরায়েস। তিনি জানিয়ে দিয়েছেন, স্টারলিংক ব্রাজিলে কোনো আর্থিক লেনদেন করতে পারবে না। তাদের সম্পদ ফ্রিজ করার নির্দেশও তিনি দিয়েছেন।
তবে মাস্কের স্টারলিংক জানিয়েছে, তারা আইনি পথে হাঁটবে।