জন্মভূমি রিপোর্ট
খুলনা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়া জেসমিন পারভিন জলির প্রার্থীতা ফিরে পেয়েছেন। জেলা পরিষদের তিন নম্বর সংরক্ষিত আসনের প্রার্থী ছিলেন তিনি।
এর আগে জেলা ও দায়রা জজ আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) লাভজনক পদ বিবেচিত হওয়ায় জেলা পরিষদের নির্বাচনে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। মনোনয়নপত্র বাছাইয়ের আগে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য পদে কোনো পিপি মনোনয়নপত্র জমা দিলে সেটি বাছাইয়ে বাতিল করতে বলেছে। ফলে গত ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে জেসমিন পারভিন জলির প্রার্থী পদ বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে অপর প্রার্থী ফারহানা হালিমের বিনা প্রতিদ্বন্ধীতায় জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। এরপরে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিল নিষ্পত্তি শেষে বৃহস্পতিবার ফিরে পেয়েছেন। ফলে সংরক্ষিত এ ওয়ার্ডের ভোটাররা ভোটের অধিকার ফিরে পেলো। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও থেকে যায় ।
জেসমিন পারভিন জলি মুঠোফোনে জন্মভ‚মিকে জানানম, হাইকোর্ট আমার পক্ষে রায় দেয়ায় শুকরিয়া। তবে নির্বাচনি গণসংযোগে অন্য প্রার্থীদের চেয়ে সময় কম পাবো । তারপর আমি শতভাগ আশাবাদি এ নির্বাচনে ভোটাররা আমার পাশে থাকবে। দীর্ঘদিন আমি ভোটারদের পাশে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি।
আদালতে প্রার্থীতা ফিরে পেলেন জলি
Leave a comment