বিজ্ঞপ্তি : রূপান্তরের আয়োজনে সোমবার বিকেল চারটায় পালিত হলো আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। “নারীর প্রতি সাইবার অপরাধ দমনে দরকার সচেতনতা সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যকর উদ্যোগ গ্রহণ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহামিনা জাহান ইভা।
মূল প্রবন্ধে বলা হয়, দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। এর সুফল যুগান্তকারী। তবে এর অপব্যবহার মানুষকে ক্ষতির মুখোমুখি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী এবং কিশোরীরা নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানির ধরণ এবং মাত্রা নানান রকম হলেও সেটার বেশীরভাগই যৌন হয়রানির পর্যায় পড়ছে। ইন্টারনেটে আপত্তিকর ছবি এবং ভিডিও ছেড়ে দেয়া, ব্যক্তিগত গোপন কথা এবং ছবি ফাঁস করে দেয়া হচ্ছে। এই অপকর্মের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, শারীরিক সম্পর্ক স্থাপন করার মত ঘটনা ঘটছে। আর এ ধরনের ঘটনার শিকার হওয়া মানুষের একটা উল্লেখযোগ্য অংশ গ্রামীণ নারী এবং কিশোরী।
রূপান্তরের অপরাজিতা (বরিশাল) প্রকল্পের ব্যবস্থাপক ঝুমু কর্মকারের সঞ্চালনায় জুমে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে খুলনা ও বরিশাল বিভাগের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারীনেত্রী ও যুবদের মধ্যে বক্তৃতা করেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীমবরণ চক্রবর্তী, শামিমা সুলতানা শিলু, মিজানুর রহমান পান্না প্রমুখ।