জন্মভূমি ডেস্ক
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয়স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কার হারাম শরিফে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১১১ দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয়।
সৌদির স্থানীয় সময় বুধবার রাতে পবিত্র মক্কায় হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে চ‚ড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তৃতীয়স্থান অর্জন করায় হাফেজ তাকরিমের হাতে এক লাখ রিয়াল পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। এছাড়া সনদ ও সম্মাননা ক্রেস্টও দেওয়া হয় তাকে।
সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে ঢাকার ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি’র হিফজ বিভাগের শিক্ষার্থী। গত ৯ সেপ্টেম্বর সৌদি আরবে যায় তাকরিম।
অভিনন্দন ও শুভেচ্ছা
এদিকে সৌদি আরবের মক্কা আল মোকাররমায় পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করায় হাফেজ সালেহ আহমদ তাকরিমকে শুভেচ্ছা, অভিনন্দন এবং রাষ্ট্রীয় সম্মাননার দাবি জানিয়েছেন হকপন্তী ওয়াজেদের সর্ববৃহৎ সংগঠন ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। হাফেজ সালেহ আহমদ তাকরিমকে শুভেচ্ছা এবং রাষ্ট্রীয় সম্মাননার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা সভাপতি মুফতি গোলামুর রহমান, মুফতি মো: ফোরকান আহমদ কাসেমী, মুফতি আব্দুল জব্বার আজমী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা মো: ইলিয়াস হোসাইন মঞ্জুরী, মুফতি মো: হুমায়ুন কবির হুসাইনী, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মুফতি মো: মুহিব্বুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান হাবিব, মুফতী জাহিদুল ইসলাম, মুফতি মো: জাকির আশরাফ, মাও: সাজেদুর রহমান সাজ্জাদ, মুফতি মো: নাজমুল ইসলাম নড়াইলী, হাফেজ মাওলানা আহসান হাবীব, মুফতি আওসাফুর রহমান, মাওলানা মো: হেলাল উদ্দিন আল আজাদ, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা মো: হাফিজুর রহমান, মাওলানা আবুল বাশার আল আমিন, মুফতি আব্দুল মান্নান উসমানী, মাওলানা মো: মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল মোমেন নোমানী, মাওলানা আব্দুল মান্নান, মুফতি আব্দুস শাকুর, মুফতি হাফিজুর রহমান ফারুকী, হাফেজ মাওলানা এনামুল হক বেলালী, মুফতি মো: ওয়াক্কাস আলী, মাওলানা আনোয়ার হোসাইন যশোরী, হাফেজ মাওলানা মো: করিমুল ইসলাম, মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়েজী, মাওলানা ইমরান হোসাইন, মুফতি আল আমিন, মাওলানা ইলিয়াস হোসাইন, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি তাকরিম
Leave a comment