ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আফিলগেট বাইপাস সড়কে ট্রাকচাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে আফিলগেট বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক (৫৫) নগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়ার দৌলতপুর গ্রামের নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিএনজিযোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে এসআই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এসময় খুলনা থেকে দ্রতগামী একটি ট্রাক (যার রেজি: নং-যশোর শ-১১-০০০৭) তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌঁনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। গত বুধবার রাতেও ছিল। সিএনজিযোগে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ডিউটিতে ছিলেন। রাত ১২টার পর সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী এক ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ জোহর বয়রা পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কেএমপির পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভ‚ঞা খানজাহান আলী থানায় কর্মরত এসআই (নি:) আবদুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া এস আই আ: হকের মৃত্যুতে সকল পুলিশ সদস্যসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। ঘাতক ট্রাকটি খানজাহান আলী থানায় আটক আছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেন খান।
আফিলগেট বাইপাসে ট্রাকচাপায় ডিউটিরত এসআই নিহত
Leave a comment