তৃতীয় বারের মতো বাবা হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল স¤প্রতি এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন। তার সেই পোস্ট ভাইরাল হয় মুহূর্তেই। ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন এই দম্পতি।
ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার কাছ থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছেন ডি ভিলিয়ার্স-ড্যানিয়েল দম্পতি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে একসঙ্গে খেলেন বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স। সেই সুবাদে দুজন ভালো বন্ধু। ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে কোহলির স্ত্রী আনুশকার সম্পর্কটাও তাই নিবিড়।
ডি ভিলিয়ার্স-ড্যানিয়েল দম্পতির প্রথম দুই সন্তানই ছেলে। ২০১৫ সালে আব্রাহাম ডি ভিলিয়ার্স ও এর দুই বছর পর জন রিচার্ডস ডি ভিলিয়ার্স জন্ম নেয়।