জাতীয় পার্টির অভিভাবক, মাতৃসমতুল্য রওশন এরশাদের নাম ব্যবহার করে একটি কুচক্রীমহল জাতীয় পার্টি নিয়ে নোংরামি করার চেষ্টা করছে। যে রওশন এরশাদ প্রয়াত পল্লীবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত সহধর্মিণী ছিলেন, যে রওশন এরশাদ পল্লীবন্ধুর মঙ্গল কামনায় সারাজীবন প্রার্থনা করে গেছেন, যিনি স্বামীর মুক্তি কামনায় মাসের পর মাস রোজা রেখেছেন সেই রওশন এরশাদের দ্বারা পল্লীবন্ধুর হাতে জাতীয় পার্টি ক্ষতি হতে পারে না, যা আবারও প্রমান করলেন বেগম রওশন এরশাদ। রওশন এরশাদ আজ জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং বিভিন্ন গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন- আমি জাতীয় পার্টির চেয়ারম্যান নই। জিএম কাদেরই পার্টির চেয়ারম্যান। যারা আমার অসম্মতিতে আমার নাম ব্যবহার করছেন তারা অন্যায় করছেন। রওশন এরশাদের এরকম কথা শুনে গর্বে বুকটা ভরে উঠলো। এই না হলে পল্লীবন্ধুর সহধর্মিণী! একজন অটিস্টিক ছেলে একটা কথা বললো, এটাই মানতে হবে? প্রচার করতে হবে? যার সাধারণ ভাবে কথা বলার ক্ষমতা নেই, সেই তোতা পাখির মত মুখস্থ কবিতা পড়ে ফেললো। যারাই এগুলো করছেন, বা করাচ্ছেন তারা চিহ্নিত। সাবধান হয়ে যান। না হলে জনতার আদালত আপনাদের বিচার হবে।