তালা প্রতিনিধি
‘সাতক্ষীরা জেলাকে আমি সবসময় বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি। বাংলাদেশ অসা¤প্রদায়িক চেতনার উপরে ভূ-খন্ড তৈরি হয়েছে। সেই চেতনার ওপরে আমরা বাঙালি এই বড় পরিচয়। এই মাটিতে আমার যেমন অধিকার তেমন অধিকার আপনারও। আপনাদের এই পূজা উৎসবের সাথে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন আমি তাদের প্রতিনিধি হয়ে মহাঅষ্টমীর শুভেচ্ছা জানাতে এসেছি। এই জন্য আমি আগাম প্রস্তুতি নিয়েছি। কোন পুলিশ সদস্য শুধু নয়, জেলা পুলিশ সুপারও রাতে ঘুমাবেনা। আমি চাই আমাদের ওপর পবিত্র এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে। আমার সোনার বাংলাকে সকলেই ভালবাসবো। তার সৃষ্টিকে, তার কৃষ্টিকে ভালবাসবো। আমার মাতৃভূমি অসা¤প্রদায়িক চেতনার বাংলাদেশে বড় দিন হোক, ঈদ বা দুর্গোৎসব আমরা সকলে মিলে সুন্দরভাবে পালন করবো।
গত সোমবার দিনগত রাতে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সৌমিত্র মজুমদার, সজীব খান, আতিকুর রহমান, সরদার মুজিব, সাজ্জাত হোসেন, চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাবলুর রহমান খান, বিশ্বজিৎ কুমার অধিকারী, চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ।