সাতক্ষীরা প্রতিনিধি : ওয়াজ মাহফিলে বক্তা নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শরাপপুর গ্রামের চৌরাস্তার মোড়ে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গত ৩১ জানুয়ারি রাত ৯ টায় এঘটনা ঘটে।
জানা যায়, শরাপপুর গ্রামের সঞ্জীব দাস, ইয়াসিন আরাফাত তারেক শামীমসহ ১০/১২ জন ওয়াজ মাহফিলে বক্তা আনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের, বৈদ্যনাথ দাশের পুত্র সাগর দাস(২৫) ও হুমায়ূন কবিরের পুত্র আরিফ শান্ত (২৫ ) কে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে।