আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গত রবিবার এএসআই রাজু আহমেদ, এএসআই আব্দুল আলিম অভিযান চালিয়ে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়াদিয়া গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে জাকির হোসেন ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমানকে ১৬ বোতল ফেনসিডিলসহ গুনাকরকাটি ব্রিজের উপর থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এএসআই রাজু আহমেদ ও এএসআই আব্দুল আলিম পৃথক অভিযানে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রাম থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে এএসআই জব্বার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের নাসিম উদ্দিন সরদারের ছেলে শাহীন সরদার ও আব্দুল মজিদ সরদারের ছেলে সুজন হোসেনকে ২০ পিস ইয়াবাসহ বটতলা কামারের মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।