জন্মভূমি ডেস্ক : আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে বাই সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গিয়ে পড়লে ৫ জন আহত হয়েছে। আহতদের ৪ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকাল ৪ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সাতক্ষীরার দিক থেকে একটি মাহেন্দ্র প্যাসেঞ্জার নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল। মহেশ্বরকাটি মৎস্য বাজার পার হয়ে চিলেডাঙ্গা মোড়ের আগে পল্লী বিদ্যুতের ৩৩০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন পাওয়ার স্টেশনের কাছাকাছি পৌছলে দ্রুতগতির মাহেন্দ্রর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাহেন্দ্রটি সামনের দিক থেকে আসা একটি বাই সাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছে উপর গিয়ে পড়লে গাছ উপড়ে মাহেন্দ্র পাশের খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় মাহেন্দ্র যাত্রী আশাশুনির কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, একই এলাকার মৃত জামাউল সরদারের ছেলে আমিরুল ইসলাম, চেচুয়া গ্রামের কপিন গাজীর মেয়ে সুফিয়া, শ্যামনগরের চাঁদপুকুর গ্রামের আজিজ শেখের স্ত্রী নাছিমা ও সাইকেল চালক নওয়াপাড়া গ্রামেন আঃ গফুর সরদারের ছেলে রবিউল ইসলাম আহত হন। আশাশুনি ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থানে পৌছে আহত প্রথম ৪ জনকে আশাশুনি হাসপাতালে পৌছে দেন।