॥ কাদাকাটিতে এমপির উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা ॥
উপজেলার কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করে নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনভর উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বুধবার সকাল থেকে ইউনিয়নের সকল ওয়ার্ডে ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উঠান বৈঠক ও পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি রুহুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রামপাল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। দেশের প্রত্যেকটি সেক্টরে সরকার উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ঘরে ঘরে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ, গৃহহীনদের জমি ও বসতঘর, ঘরে-ঘরে পৌছে দিয়েছেন বিদ্যুৎ সংযোগ।
ইউনিয়নের তেঁতুলিয়া বাজার, কাদাকাটি বাজার, যদুয়ারডাঙ্গা বাজার, কাদাকাটি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে পৃথক-পৃথক উঠান বৈঠক ও নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় পৃথক-পৃথক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এড. শহিদুল ইসলাম পিন্টু, শম্ভুজীত মন্ডল, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শেখ জাকির হোসেন, সাহেব আলীসহ ওয়ার্ড ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ ॥
থানা পুলিশ পৃথক অভিযানে ৩ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামি ও ১ জন চোর গ্রেফতার করেছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন খান, এসআই মুহিতুর রহমান, এসআই ইমরান হোসেন, এএসআই আব্দুল জব্বার অভিযান চালিয়ে ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি আনুলিয়া গ্রামের স্বপন কুমার মিত্রের ছেলে কোমল কান্ত মিত্র, ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি কাকবাসিয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে এটিএম, সাজাপ্রাপ্ত আসামি আগরদাড়ী গ্রামের মৃত রহিম সরদারের ছেলে কুদ্দুস সরদার, পুরাতন সাতক্ষীরা (বদ্দীপুর) গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে আনোয়ার হোসেন বাবু ওরফে ছোট বাবুকে আশাশুনি থানা এলাকার ভিন্ন-ভিন্ন জায়গায় হতে গ্রেফতার করেন।
॥ কোদণ্ডা হাইস্কুলে বিদায় সংবর্ধনা প্রদান ॥
সদরের কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী অংশ নেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল অবসর গ্রহণ করায় অনানুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
॥ প্রতাপনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ॥
উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দৃষ্টিনন্দন পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু স্থানীয় লাভলু গাজীর মেয়ে। গত মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় খেলা করতে করতে সকলের অজান্তে শিশু সুমাইয়া বসত ঘরের পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে তালতলা বাজারের ডাঃ মাহবুবুর রহমানের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
॥ বাড়ির সকলকে অচেতন করে মালামাল লুট ॥
উপজেলার কুল্যায় চেতনা নাশক স্প্রে করে বাড়ির সকলকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কুল্যা গ্রামের সাধুপাড়ায় কিনু কর্মকারের ছেলে গৌর কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঔষধের প্রভাবে অচেতন অবস্থায় গৌর কর্মকার, স্ত্রী বিথীকা কর্মকার ও ছেলে কৌশিক কর্মকারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌর কর্মকারের ছোট ভাই গোবিন্দ কর্মকার জানান, তার দাদা গৌর কর্মকার, বৌদি বিথীকা কর্মকার সাতক্ষীরার একটি অনুষ্ঠান থেকে রাতে বাড়িতে ফিরে ছোট ছেলে কৌশিক কর্মকারকে নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চেরেরা চেতনা নাশক ঔষধ স্প্রে করে তাদের সকলকে অচেতন করে ফেলে। গৌর কর্মকারের বড় ছেলে আশীষ কর্মকার জানান, চোরেরা একটি টাচ মোবাইল ফোন, নগদ দুই লক্ষাধিক টাকা ও তার মায়ের কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। তবে তার বাবা সুস্থ না হলে, সঠিক তথ্য জানা যাবে না বলে জানান তিনি। গোবিন্দ কর্মকার আরও জানান, বুধবার সকালে তার দাদার পরিবারের কারও কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভিতরে গেলে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। এ সময় অচেতন অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানতে পেরে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর সাকী ফেরদৌস পলাশ, ইউপি সদস্য আঃ মাজেদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
॥ প্রতাপনগরে স্কুলের নতুন ভবন উদ্বোধন ॥
উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কুড়িকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
॥ মেট্রোরেলের আদলে সাজানো হয়েছে পূজামণ্ডপ ॥
উপজেলার সকল ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের সাজসাজ রব বিরাজ করছে। নরম কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল-তিল করে গড়ে তোলা দশভুজা দেবী দুর্গা প্রতিমায় ভরে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। নানান রঙ আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। শেষ মূহুর্তে রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সরকারের উন্নয়নকে তুলে ধরতে ও ভক্তদের মন আকৃষ্ট করতে আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি সার্বজনীন পূজা কমিটির আয়োজনে মন্দিরের সামনের খালে তৈরি করা হয়েছে মেট্টোরেলের আদলে মন্দিরে প্রবেশ পথ। যা ভক্তদের মন কেড়েছে। আসামি ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর আশাশুনি উপজেলায় ১০৮টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কেউ মাটির কাজ শেষ করে দেবীর গায়ে দিচ্ছেন তুলির আঁচড়, আবার কেউ ব্যস্ত প্রতিমার গায়ে কাঁদা মাটির প্রলেপ লাগাতে। তাদের যেন দম ফেলার সময় নেই। রাত দিন কাজ করে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, এ বছর জেলার ৭টি উপজেলায় মোট ৬০৬টি মন্ডপে পূজা হবে। এ জন্য মন্দিরে বিভিন্ন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে আমরা বিভিন্ন দাবি করেছি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, শারদীয় দুর্গাপূজায় প্রতি বছরের মতো এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যরা ডিউটিতে থাকবে। গুরুত্বপূর্ণ মন্ডপে থাকবে পুলিশ। পুলিশের টিম পূজা মণ্ডপগুলো পরিদর্শন করবে। পাশাপাশি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদের ডিউটিগুলো সবসময় পর্যবেক্ষণ করবে। ভক্তদের মহেশ্বরকাটি সার্বজনীন পূজা দেখতে আশার আহ্বান জানান তিনি।
॥ গোলাম মোস্তফার লিফলেট বিতরণ ॥
আসামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাড গোলাম মোস্তফা লিফলেট বিতরণ করেছেন। বুধবার উপজেলার শ্রীউলা, প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। নৌকায় ভোট চেয়ে সরকারের উন্নয়ন ও অঙ্গীকার করে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষম উন্নয়ন এবং দুর্নীতি নির্মূলের দঢ় অঙ্গীকার করে বিভিন্ন স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ, হাট-বাজারসহ বিভিন্ন সড়কে উপস্থিত সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের কাছে সরকারের উন্নয়ন ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদানের তথ্য ভিত্তিক লিফলেট বিতরণ করেন ও নৌকায় ভোট প্রার্থনা করেন। এ সময় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, প্রচার সম্পাদক ইউসুফ মোল্যা, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়ন সহ-সভাপতি রাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।