জন্মভূমি রিপোর্ট
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ খুলনা শাখার নির্বাচনে ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা তাদের নির্বাচরী পচার-প্রচারনা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্যানেলের প্রার্থীরা রুপসা ও তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীদের শ্লোগান হচ্ছে ‘দর্শন যার যার, বিএমএ সবার’।
ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ও খুমেকের সাবেক অধ্যক্ষ ডা: কাজী হামিদ আসগর, সহ-সভাতি পদে ডা: গাজী মিজানুর রহমান, ডা: সামসুল আহসান মাসুম ও ডা: মোল্লা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদ ডা: মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ পদে ডা: কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা: বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক পদে ডা: ইউনুচ উজ জামান খান তারিম, দপ্তর সম্পাদক পদে ডা: এস এম তুষার আলম, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা: শৈলান্দ্রনাথ বিশ্বাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা: উৎপল কুমার চন্দ, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা: শহিদুল ইসলাম মুকুল, সমাজ কল্যান সম্পাদক পদে ডা: মহিবুল হাসান লিংকন, প্রকাশনা ও গ্রন্থাগার পদে ডা: পলাশ কুমার দে, কার্যকরী সদস্য পদে ডা: পরিতোষ কুমার চৌধুরী, ডা: ডলি হালদার, ডা: প্রিতিশ তরফদার, ডা: পার্থ প্রতীম দেবনাথ, ডা: প্রকাশ দেবনাথ, ডা: চম্পক, ডা: কাজী আবু রাশেদ, ডা: রাকিব, ডা: ফিরোজ ও ডা: মেহেদী হাসান সৈকত।
প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় তাদের নির্বাচনীর ইশতেহারাগুলো তুলে ধরা হয়। এ সময়ে বক্তব্য রাখেন বর্তমানে বিএমএ সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ। সভায় ডা: কাজী হামিদ আসগর- ডা: মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ খুলনা শাখার নির্বাচন।
আসগর- মেহেদী পরিষদের রূপসা ও তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা
Leave a comment