তালা প্রতিনিধি : উত্তরাধিকার সম্পত্তি বুঝে পেতে চান সাবিনা বেগম। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা এবং হালিম সরদারের স্ত্রী।
সাবিনা বেগম জানান, তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার তেঘরিয়া গ্রামের শামসুর রহমান সরদার ও নেকজান বেগমের কন্যা। তারা তিন বোন ও এক ভাই। প্রায় ৩০/৩২ বছর আগে তার বিয়ে হয় গোলনা গ্রামের হালিম সরদারের সাথে। কোন জায়গা-জমি না থাকায় তিনকন্যা নিয়ে হিমশিম পোহাতে হয় তাদের। নিজস্ব কোন জমি না থাকায় গোলনা গ্রামের আদর্শ গুচ্ছগ্রামে তারা বসবাস করেন। তার স্বামী কখনও ভ্যান, কখনও রিকসা আবার কখনও শ্রমজীবীর কাজ করে সংসার চালায়। বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগেই। তিনটি মেয়ে ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। তিনি নিজেও এখন অসুস্থ। বাবার দেড় বিঘার মতো জমি থাকলেও ভাই তার প্রাপ্যটুকু দিতে রাজি হয় না।
সাবিনা বেগম আরও জানান, তিনি বে-সরকারী সংস্থা উত্তরণ এর প্রকল্পের একজন গ্রুপ সদস্য। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় উত্তরণ এর আমার প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ঐ প্রকল্পের মাধ্যমে তিনি উঠানবৈঠকে অংশগ্রহণ করে সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জানতে পারেন উত্তরাধিকার সম্পত্তিতে তার অধিকার রয়েছে। নারীর উত্তরাধিকার বিষয়টি তাকে ব্যাপকভাবে আকৃষ্ট করে। তিনি প্রকল্পের মাঠকর্মীর নিকট থেকে বিষয়টি খুব ভালো ভাবে বোঝার চেষ্টা করেন। তিনি বুঝতে সক্ষম হয়, উত্তরাধিকার সম্পত্তিতে তার অধিকার প্রতিষ্ঠিত হলে তাদের অভাব অকেকটা দূর হবে। তাই ভাইয়ের কাছ থেকে উত্তরাধিকার সম্পত্তি বুঝে পেতে তিনি উত্তরণ সংস্থার প্রকল্পের কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উত্তরাধিকার সম্পত্তি বুঝে পেতে চান সাবিনা বেগম
Leave a comment