তালা প্রতিনিধি : বে-সরকারী সংস্থা উত্তরণের বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতাবৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনী উপজেলার ৩৪৬৬ জন উপকারভোগী নারী ও কিশোরীর মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আশাশুনী সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দাতা সংস্থা শেয়ার (ঝঐঅজঊ) এর র্অথায়নে ডব্লিউএইচএইচ (ডঐঐ) এর সহোযোগতিায় উক্ত হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএইচএইচ প্রতিনিধি রেজাউল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার এমদাদুল হকসহ প্রকল্পের স্টাফ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উত্তরণের প্রজেক্ট ম্যানেজার এমদাদুল হক জানান, উক্ত প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার প্রতাপনগর,আনুলিয়া,শ্রিউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ৩৪৬৬ জন (নারী-২৪৬৬ ও মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী-১০০০ জন) উপকারভোগীদের মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়। এ সময় প্রতিটি প্যাকেজে এন্টিসেপটিক সাবান ১০০ গ্রাম ১০ টি,ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম প্যাকেট ২.৫ কেজি,স্যানেটারি ন্যাপকিন ১০ পিসের ৫ প্যাকেট, ২০ লিটার বালতি ১টি কভারসহ,মগ ১.৫ লিটার ১টি,লিফলেট ১টি বিতরণ করা হয়।
এছাড়া খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর,কয়রা সদর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৩৪৬৬ জন (নারী-২৪৬৬ ও মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী-১০০০ জন) উপকারভোগীদের মাঝে হাইজিনকিট বিতরণ করা হয়।
উপকারভোগী নারীদের মাঝে উত্তরণের হাইজিনকিট বিতরণ
Leave a comment