জন্মভূমি রিপোর্ট : খুলনায় ভোট কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের জটলা থাকলেও কেন্দ্রের মধ্যে ভোটারের উপস্থিতি কম। কোথাও সারিবদ্ধ দীর্ঘ লাইনেরও দেখা মেলেনি। খুলনার রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় গতকাল বুধবার চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন চিত্র ছিল এমনই।
বুধবার সেকাল পৌঁনে ৯টায় রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্রের সামনে ভোটারদের কোনো লাইন নেই, দুই একজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। একই উপজেলার ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র দেখা যায়। সকাল ১০টা পর্যন্ত নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ শতাংশ ভোট পড়ে।
রূপসা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জান্নাতুল ইসলাম সাংবাদিকদের জানান, রূপসায় সকাল ১০টা পর্যন্ত ৬ দশমিক ৮১ শতাংশ ও ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৯৭ শতাংশ ভোট পড়েছে।
বেলা পৌঁনে ১২টায় বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী-সমর্থকদের জটলা। বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ২ হাজার ৬২০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৬০টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনিরুল ইসলাম জানান, বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ২০ শতাংশ। একই স্কুলের ২ নম্বর কেন্দ্রে গিয়ে জানা যায়, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৩৩ টি। বেলা পৌঁনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩৭টি। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম কামরুজ্জামান জানান, ভোট পড়ার হার ১৮ দশমিক ৩০ শতাংশ।
সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই কম। কেন্দ্রটিতে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা ৩ হাজা ৫০৭টি। ঐ সময় পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৭ শতাংশ।
উপজেলা নির্বাচন: খুলনার তিন উপজেলায় ভোটার উপস্থিতি কম

Leave a comment