বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে পুলিশী হামলা ও বাঁধার সম্মুখীন হয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। বটিয়াঘাটা, পাইকগাছা ও ডুমুরিয়াসহ অন্যান্য উপজেলায় বিএনপি’র মিছিলে নির্বিকারে লাঠিচার্জ, শীর্ষ নেতাদের সাথে পুলিশের চরম অসৌজন্যমূলক ও রূঢ় আচরণের শিকার হয়েছেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের এ ধরণের জনবিরোধী প্রতিহিংসামূলক আচরণের ফলে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ আজ দলীয় ক্যাডারের ভূমিকায় জনগণের প্রতিপক্ষে পরিণত হয়েছে। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিক্ষোভ মিছিল শুরুর পূর্বেই বিপুল সংখ্যক পুলিশ পূর্বনির্ধারিত সকল স্থানে অবস্থান নিয়ে এক প্রকার অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করে পুলিশ।
বিবৃতিদাতারা হলেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।