জন্মভূমি রিপোর্ট
জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের ডাকা ২৬ নভেম্বরের কাউন্সিল সফল করার জন্য স্থানীয় পর্যায়ের কয়েকজন তৎপর হয়েছে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পাল্টা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে নগরীর ২১ নম্বর ওয়ার্ডে ঘোষণা দেয়া হয়েছে জাপা ও তার অঙ্গ সংগঠন যুব সংহতির সম্মেলণ বাস্তবায়ন আহবায়ক কমিটি কমিটি ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে দেয়া সম্মেলণ বাস্তবায়ন আহবায়ক কমিটিতে ২১ নং ওয়ার্ডের মো: মনিরুল ইসলাম মনিরকে আহবায়ক করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন, মো: নবী মোল্লা, মো: নজরুল ইসলাম, মো: হারুন হাওলাদার, মো: খলিলুর রহমান, সদস্য সচিব মো: রেজাউল ইসলামসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।
এরপরে শুক্রবার আরেক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে দেয়া সম্মেলণ বাস্তবায়ন আহবায়ক কমিটিতে ২১ নং ওয়ার্ডের মো: নজরুল ইসলামকে যুব সংহতির আহবায়ক করা হয়। যুগ্ম আহবায়ক করা হয় মো: কামাল হোসেন , মো: দেলোয়ার হোসেন, মো: কামাল হোসেন এবং মো: ইমন মুন্সিকে সদস্য সচিব করে ১৬ সদস্যও কমিটি ঘোষণা দেয়া হয়।
একদিনের ব্যবধানে জাপার ২১ নম্বর ওয়ার্ডে দুই কমিটি
Leave a comment