চৌগাছা প্রতিনিধি
দেশের বিশিষ্ট শিল্পপতি জাতীয় সংসদের-৮৫, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহজ্ব শেখ আফিল উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর- (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
শোক প্রকাশ করে তিনি বলেন, আমাদের মুরব্বী ও সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মা’য়ের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমাকে জান্নাত নসীব করেন। একইসাথে মরহুমের পরিবারবর্গকে এই শোক সইবার ক্ষমতা দেন।
শেখ আফিল উদ্দিন এমপির মাতা আজ সোমবার (১৮ জুলাই) বেলা ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।