প্রধানমন্ত্রীর নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসকে দেশজুড়ে “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস” ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। “মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ ¯েøাগানকে সামনে রেখে ১ অক্টোবর থেকে সারা দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে শুরু হয়েছে এ কর্মসূচি।
গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম অনলাইনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে অক্টোবর মাসের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় দৌলতপুর আরএন্ডএইচ-শাহাপুর জিসি (দিঘলিয়া অংশ) সড়কে আনুষ্ঠানিক ভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের কার্যক্রম হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ (অন-পেভমেন্ট) এর কাজ শুরু করা হয়। খবর বিজ্ঞপ্তির।
এলজিইডি’র কর্মকর্তাদের মধ্যে হতে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী রতন কুমার দে, খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী এ এস এম কবীর, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খুলনা অঞ্চল দপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম নুরুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী দিঘলিয়া আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকৌশলী বটিয়াঘাটা প্রসেনজিৎ চক্রবর্তী, তত্ত¡াবধায়ক প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী নির্মল কুমার কুন্ডুসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।