বিজ্ঞপ্তি : খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক,প্রখ্যাত আইনজীবী মরহুম গাজী আঃ বারী’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম ফরিদ রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক সভাপতি কাজী শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এস,এম মোদাচ্ছের আলী, সহ-সভাপতি আশিষ কুমার কুন্ডু, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সরিফুল ইসলাম, তরফদার বাদশা মিয়া, মলিনা জোয়ার্দ্দার, প্রশান্ত সরকার, মোঃ আবু সাঈদ, সাবেক পরিচালক যথাক্রমে মোঃ এনামুল হক হীরা, এস,এম কামরুজ্জামান সিরাজ, আবুল কালাম ভূঁইয়া, মরহুম গাজী আঃ বারী’র কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার সাইফুল বারী শাওন, ব্যাংকের ম্যানেজার মোঃ ফারুক হোসেন, সমাজ সেবক মোঃ শাহরিয়ার নাজিম, ব্যাংকের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অফিসার (ক্যাশ) মোঃ আবু বক্কার সিদ্দিক, সিনিয়র তদন্ত কর্মকর্তা গাজী অমিত হাসানসহ প্রমূখ সমবায়বৃন্দ।
দোয়া ও আলোচনায় মরহুম এ্যাডঃ গাজী আঃ বারী’র বর্নাঢ্য কর্মময় জীবন সম্পর্কে বক্তারা বলেন, গাজী আব্দুল বারী সমবায় অঙ্গগণের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি ছিলেন খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের একজন অন্যতম অভিভাবক। তার এই অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানটি একজন পরম বন্ধুকে হারিয়েছে। উদিয়মান অনেক সমবায়ী তাদের অভিভাবক শূন্যতা অনুভব করবে দীর্ঘকাল। আইনজীবী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও তীক্ষ্ন বুদ্ধি সম্পন্ন। জীবদ্দশ্যায় তিনি সমবায়, শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে একনিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার অবদান এ অঞ্চলের সমবায়ীরা বিনম্্র শ্্রদ্ধার সাথে স্মরণ করবে অনন্তকাল।