স্পোর্টস রিপোর্ট
করোনাভাইরাস বিরতির পর শুরু হয়েছে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় দেশসেরা আর্চার রোমান সানার শুরুটা প্রত্যাশামতো হয়নি। রিকার্ভ পুরুষ এককের বাছাইয়ে আনসারের হয়ে খেলে ষষ্ঠ হয়েছেন টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া এই আর্চার।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাছাইয়ে ৬৪৪ স্কোর গড়ে ৬৯ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হয়েছেন রোমান। এই ইভেন্টে বিমানবাহিনীর রামকৃষ্ণ সাহা ৬৫৭ স্কোর করে প্রথম, আনসারের শাকিব মোল্লা ৬৫৪ স্কোর করে দ্বিতীয় ও পুলিশ আর্চারি ক্লাবের তামিমুল ইসলাম ৬৫৩ স্কোর করে তৃতীয় হয়েছেন। এছাড়া বিকেএসিপির আব্দুর রহমান ৬৪৭ ও ঢাকা জেলার সাগর ইসলাম ৬৪৬ স্কোর করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হয়েছেন।
একক ইভেন্টে খারাপ করলেও দলীয়তে অবশ্য রোমানের দল আনসার সেরা হয়েছে। শাকিব মোল্লা ও ইমদাদুল হক মিলনের সঙ্গে দলীয় ইভেন্টে ১ হাজার ৯২৪ স্কোর করে প্রথম হয়েছে আনসার। পুলিশ আর্চারি ক্লাব দ্বিতীয় ও বিকেএসপি হয়েছে তৃতীয়।
মেয়েদের রিকার্ভ এককে ৬১৫ স্কোর নিয়ে বাছাইয়ে প্রথম হয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মেহনাজ আক্তার মনিরা। গত কাঠমান্ডু এসএ গেমসে সোনা জেতা ইতি খাতুন ৬০৭ স্কোর নিয়ে হয়েছেন দ্বিতীয়।