বাগেরহাট অফিস : বাগেরহাটের কচুয়ায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামী(৩৩)কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামে নিজ বাড়িতে সমাহিত করা হয়।
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে বীর মুক্তিযোদ্ধা সুশীল ঘরামীর এক মাত্র ছেলে। নিহত সুমনের পরিবারে তার স্ত্রী, শিশু কন্যা ও বৃদ্ধ পিতা মাতা রয়েছে।
সুমনের বড়বোন সুমনা ঘরামী জানায়,সর্বশেষ তার ভাই মায়ের সাথে শুক্রবার সকালে কথা হয়েছিল।এর পর কোন কথা হয়নি।এসময় তিনি তার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন।
পুলিশ কনস্টেবল সুমন ঘরামীর মৃত দেহ হস্তান্তরকারী খুলনা পুলিশ কমিশনার অফিসের পক্ষ থেকে জানায়, গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমনকে বেধড়ক মারধর করেন বিক্ষোভকারীরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবু, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,থানার অফিসার ইনচার্জ মোঃ মোহসীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম কচি, গোপালপুর ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মোল্লা সহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কচুয়ায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামীকে রাস্ট্রীয় মর্যাদায় সমাহিত
Leave a comment