কচুয়া উপজেলার বাধাল বাজারে জিদান যুব কল্যাণ সংস্থার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে গাছের চারা ও মাক্স বিতরণসহ মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বাধাল বাজারে সংস্থার সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম রফিক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কচয়া থানার ওসি মনিরুল ইসলাম, অতিথি ছিলেন উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম আজাদ বালী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, উপজেলার দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা শেখ শূকুর আলী, ওসি তদন্ত সরদার ইকবাল হোসেন, বাধাল ইউনিয়নের যুবলীগের সভাপতি মোল্লা মাহফুজুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ শেখ, বাদল শেখ, শেখ জাহিদ, শেখ সোহেল, সুজন শেখ, সাবেক গোপালপুর ইউপি সদস্য ও যুব কল্যাণ সংস্থার যুব কল্যাণ সংস্থার ফাতেমা আক্তার। গোপালপুরের ছাত্রলীগের সভাপতি শেখ এরশাদ এছাড়াও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।