কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইকবাল গাজী (৪০) ও তাজিনুর রহমান (৪২) কে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। উপজেলার সোনাতনকাটি গ্রামস্থ বালিয়া খেয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে মাদক বিকিকিনির খবর পেয়ে খুলনা জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম) এর সার্বিক দিকনির্দেশনা মোতাবেক পাইকগাছা উপজেলার সোনাতনকাটি গ্রামস্থ বালিয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালায় পুলিশের আভিযানিক টিম। এসময় সেখানে উপস্থিত সাতক্ষীরা তালা উপজেলার বালিয়া গ্রামের ইকবাল গাজী (৪০) ও পাইকগাছা উপজেলার সোনাতনকাটি গ্রামের তাজিনুর রহমান (৪২) এর গতিবিধি পুলিশের সন্ধেহ হলে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।