কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে তক্ষক সাপ পাচারকালে ৩ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে ৩ টি তক্ষপ সাপ উদ্ধার করা হয়। জানা গেছে গত শনিবার বিকাল ৩ টার দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ মো: রবিউল হোসেনের নেতৃত্বে দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ টি তক্ষক সাপসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার দক্ষিণ দেয়াড়া গ্রাামের মৃত জিয়াদ আলীর পুত্র কামরুল ইসলাম (৪৫), আবুল হোসেন সানার পুত্র হাসান সানা (৩০) ও মাথাভাঙ্গা গ্রামের আদম আলী সানার পুত্র আকরাম হোসেন (৩৫)। অভিযানকালে কয়রা থানার এসআই আ: মজিদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।