কয়রা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে খুলনার কয়রা উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে উপজেলা জাতীয় শ্রমিক লীগ। ১৯ শে নভেম্বর বিকাল ৪ টায় কয়রা উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি মাস্টার আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম এর নেতৃত্বে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি কয়রা উপজেলা সকিনা মার্কেট, কলেজ মোড়, কোট চত্বরসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। এসময় মিছিলের নেতাকর্মীরা সরকারের উন্নয়নের বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সকিনা মার্কেটর মোাড়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রোকনুজ্জামান, ও সাধারন সম্পাদক এস এম আলামিন, আশরাফুজ্জামান, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন ও শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।