পাইকগাছা অফিস : কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহসীন রেজার সুস্থতা কামনায় পাইকগাছায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান আগড়ঘাটায় কপোতাক্ষ নদের তীরে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. প্রেম কুমার মন্ডল, ড. মো. লতিফুল ইসলাম, কামরুল ইসলাম, হাশমী সাকিব, শেখ কামরুল হাসান টিপু, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, শিউলী বিশ্বাস, নিলিমা চক্রবর্তী, রাজিব বাছাড়, প্রশান্ত কুমার বাইন, শিমুল বিল্লাল বাপ্পি, আব্দুর রশিদ, সুকুমার বাছাড়, পূরব কান্তি, আনিস রহমানসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হুমায়ূন কবির।