- ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস
- দুটি অক্সিজেন ব্যাংক চালু
- ফ্রি টেলিমেডিসিন সেবা
এম সাইফুল ইসলাম
করোনা উর্দ্ধগতিতে ল-ভ- খুলনা। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা। করোনা রোগীদের প্রধান সমস্যা শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট দূর করতে প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে যোগাঢ় করা সম্ভব হচ্ছে না। খুলনাবাসীর এমন প্রতিকূল অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন শেখ পরিবারের সদস্যরা। এ পরিবারটি খুলনাবাসীর জন্য চালু করেছেন টেলিমেডিসিন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও দুটি অক্সিজেন ব্যাংক।
॥ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ॥
সম্প্রতি করোনা রোগীদের দ্রুত হাসপাতালে আনা-নেওয়ার জন্য দুটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই অক্সিজেনের চাহিদা মেটাতে দুটি অক্সিজেন ব্যাংক চালু করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল। খুলনা মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক এগুলো মনিটরিং করছেন।
দলীয় সূত্র জানায়, করোনা রোগীদের দিনরাত ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে ১২ জুন ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় ২৮ জুন আরও একটি অ্যাম্বুলেন্স চালু করা হয়। অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন মহানগর যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ আলী। জরুরি প্রয়োজনে +৮৮০১৯৪৯৮৮৩৭৭৩ নম্বরে ফোন করলেই অ্যাম্বুলেন্স সার্ভিসের সেবা পাওয়া যাবে।
॥ দুটি অক্সিজেন ব্যাংক ॥
গত ২৯ জুন সকালে আনুষ্ঠানিকভাবে শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক ও ৩০ জুন সকালে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক যাত্রা শুরু করেন। শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক তদারকি করছেন রেড ক্রিসেন্ট সোসাইটি নগর শাখা। আর শেখ সোহেল অক্সিজেন ব্যাংক তদারকি করছেন নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে অ্যাম্বুলেন্স সার্ভিস ও অক্সিজেন ব্যাংকে নিয়োজিত কর্মীরা করোনা রোগীদের পাশে রয়েছেন। দিনরাত ২৪ ঘণ্টায় অফিসের নির্ধারিত নম্বরে ০১৪০৩-৪৭৭০৯৭ ফোন করে সহযোগিতা চাইলে মুহূর্তের মধ্যে চাহিদা মেটানো হবে। এছাড়া অ্যাম্বুলেন্স সার্ভিস ও অক্সিজেন ব্যাংকের জন্য আলাদা হটলাইন নম্বরও রয়েছে। যা ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে প্যানায় টাঙিয়ে দেওয়া হয়েছে। উক্ত নম্বরে ফোন করলেও সেবা পাবেন রোগী কিংবা তার পরিবারের সদস্যরা।
॥ ফ্রি টেলিমেডিসিন সেবা ॥
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর উদ্যোগে দুটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও দুটি অক্সিজেন ব্যাংক চালুর পর এবার করোনা আক্রান্ত রোগীদের ২৪ ঘণ্টা পরামর্শ দেওয়ার জন্য খোলা হয়েছে টেলিমেডিসিন সেবা। ০১৮১৮-৯৫৮৯৫৭ নম্বরে ফোন করলেই পাওয়া যাবে পরামর্শ। খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ এই টেলিমেডিসিন সেবার সার্বিক দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সকালে মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ আনুষ্ঠানিকভাবে এই টেলিমেডিসিন সেবা চালু করেন। করোনা আক্রান্ত রোগী যারা বাসায় আছেন কিংবা যারা উপসর্গ নিয়ে আছেন, তাদের চিকিৎসা সংক্রান্ত যেকোন পরামর্শের জন্য শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে ‘টেলিমেডিসিন সেবা’ চালু করা হয়েছে। এই টেলিমেডিসিন সেবার সার্বিক সহযোগিতায় থাকবেন খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ। ২৪ ঘণ্টা হটলাইন নম্বরে ফোন করে সহায়তা পাওয়া যাবে।’ উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য দুটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। এছাড়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল এর উদ্যোগে ‘শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক’ চালু করা হয়েছে। যে দুটি অক্সিজেন ব্যাংক খুলনার করোনা রোগীদের জরুরি প্রয়োজনে সার্বক্ষণিকভাবে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন।
খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, করোনা মহামারিতে খুলনাবাসীর সেবায় ত্রাণ সহায়তা, চিকিৎসা সহায়তা ও নগদ অর্থ সহায়তা থেকে শুরু করে সব ধরণের মানবিক কার্যক্রম পরিচালনা করছেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও শেখ সোহেল। বর্তমানে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় দুটি অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। এর সাথে দুটি অ্যাম্বুলেন্স সার্ভিসও রয়েছে। কর্মীরা প্রতিনিয়ত বিষয়টি নিয়ে কাজ করছেন।
মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ জানান, করোনায় আক্রান্ত রোগীরা যাতে জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে পারে সেজন্য অ্যাম্বুলেন্স সার্ভিস অনাবরত কাজ করছে। একই সাথে অক্সিজেন সমস্যা যাতে মেটানো সম্ভব হয় এজন্য দুটি অক্সিজেন ব্যাংক কাজ করছে। হটলাইন কিংবা অফিসের নম্বরে ফোন করলেই এসব সেবা পাওয়া যাবে।
করোনাকালে খুলনাবাসীর সেবায় শেখ পরিবার
Leave a comment