জন্মভূমি ডেস্ক
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও তিনজন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হলো মোট ৪৩ জনের। আর করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন আরও অন্তত ১৬৫ জন। রবিবার বিভিন্ন সময়ে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে করোনা আক্রান্ত মোবারক আলী (৮০) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বদরুদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬৩)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গহর আলীর ছেলে উসুফ আলী (৬৫)।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই তিন ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।