কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। জানা গেছে, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে শনিবার শেষ রাতে জুয়ার আসর বসেছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাউখালী থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়।
এসময় শাহাদাৎ হোসেনে বাদশার বাড়ির জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলের শাহাদাৎ হোসেন বাদশা, রজব আলী সিকদারের ছেলে আব্দুল আউয়াল, নেছার উদ্দিন খানের ছেলে মামুন খান, হাতেম আলী সিকদারের ছেলে বাচ্চু মিয়া এবং আমরাজুড়ী গ্রামের আব্দুস সত্তার মীরের ছেলে কালাম মীরকে গ্রেফতার করা হয়।
এসময় জুয়ার আসর থেকে প্যাকেট তাস, নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।