জন্মভূমি ডেস্ক
চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে নরসিংদীর রায়পুর থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানায়, গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিনের নেতৃত্বে রায়পুর থানার বালাকান্দির চরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।