মাদারীপুর অফিস : মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহতের পর আইনশৃঙ্খলা বাহিনী ১২ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ও গাজীপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ঢাকার পোস্তখোলা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সর্বশেষ গ্ররেপ্তারকৃতরা হলেন, হাচেন হাওলাদার এবং হাচানাত আকন। মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের উপঅধিনায়ক মো. তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে ৮ জনকে দুইদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন, বরিশালের মুলাদী থানার শান্ত হাওলাদার (২৩), মাদারীপুরের কালকিনি উপজেলার মোতালেব হোসেন (৩৫), মুকুল বেপারী (৪৫), ফয়সাল তালুকদার (৩০), বেলায়েত মৃধা (৪৫), জুয়েল খা (৩২), হাসানাত আকন (২৭), রবিউল তালুকদার (২০), অমিত তালুকদার (২২), সম্রাট তালুকদার (১৯), নেয়ামত শিকদার (৪০) ও হাচেন হাওলাদার (৬৮)।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ২৭ ডিসেম্বর সংঘটিত সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১৯৭ জনের নাম উল্লেখসহ আরও দেড় শতাধিক অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।