কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনালে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। রবিবার অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা পৃথক দুটি সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অর্থনৈতিক অর্জনই প্রবৃদ্ধি উন্নয়নের একমাত্র পরিমাপক- এ বিষয়ের পক্ষে সরকারি দল কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিলের বিপক্ষে বিরোধীদলের ভূমিকায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে এবং স্মার্ট বাংলাদেশ বিনিময়ে কারিগরি শিক্ষা একমাত্র চালিকাশক্তি- এ বিষয়ের পক্ষে সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বিলের বিপক্ষে বিরোধী দল বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিকরা সংসদীয় পদ্ধতিতে অংশগ্রহণ করেন। স্পিকারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। দু’টি সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে হারিয়ে জয়লাভ করে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা কোহেলি মল্লিক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা মারিয়া সুলতানা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবির, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লা ইব্রাহিম।