কালিগঞ্জ প্রেসক্লাবে সুরত আলী হাইস্কুলের প্রধান শিক্ষকের বির”দ্ধে প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম সুরত আলীর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুরত আলী। তিনি বলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী ৯ জুলাই বিদ্যালয়ের হলর”মে অভিভাবক সমাবেশ করেন। যা চলমান ম্যানেজিং কমিটির দাতা সদস্য ছাড়া অন্য সদস্যদের এবং প্রকৃত অভিভাবকগনের অবহিত করেননি। প্রধান শিক্ষকের বাড়ি শ্যামনগর উপজেলায় হওয়ায় সেখান থেকে কিছু লোকজন নিয়ে ভীড় করেন এবং করোনাকালীন সময়ের সামাজিক দুরত্ব না মেনে সমাবেশ করেন। প্রধান শিক্ষক স্কুলের সহকারী গ্রন্থগারিক মোশারাফ হোসেনকে গত ২৪/০৯/২০২০ তারিখের নিয়োগপত্র প্রদানের আগে নিয়োগপত্র আটকে রেখে সভাপতির দোহাই দিয়ে ১০ লক্ষ ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। যার মধ্যে গত ৯ জুলাই ২০২০ তারিখে প্রধান শিক্ষক নিজেই ছয়লক্ষ টাকা গ্রহণ করেছেন মর্মে স্বীকার করেন। যা বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে পত্রিকায় প্রকাশ হয়েছে। প্রকৃত অর্থে সত্য ঘটনা আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে উক্ত সমাবেশ ঘটানো হয়। তাছাড়া চলমান ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সহকারী গ্রন্থগারিক নিয়োগকালীন কমিটিতে ছিলেন না। তার বির”দ্ধে কাল্পনিক খবর প্রকাশ করে হেয় করা হয়েছে। অপরদিকে গ্রন্থগারিক নিয়োগকালীন সময়ের সভাপতি আলহাজ্ব জি এম সুরত আলীর বির”দ্ধে ৪ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের কথা বলে সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই, অপপ্রচার মাত্র। এলাকার বিতর্কিত মেম্বর সুজন ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ পরিকল্পিতভাবে মানুষকে বিপাকে ফেলে স্বার্থ হাছিলের লক্ষ্যে হীন কাজ করে চলেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিদ্যালয়ের পড়া লেখার মানসহ সার্বিক পরিবেশ রক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তার বির”দ্ধে পত্র পত্রিকায় মানহানীকর কথাবর্তা বলে তার ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলে দাবি করেন। তিনি অবলম্বে এই প্রধান শিক্ষকের বির”দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে দাবি জানান।