কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহার সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
এ সময় উপজেলার ১৪৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গা পূঁজা উদযাপন সুন্দর স্বার্থক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি নির্দেশনা দেন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
উল্লেখ্য, এবার উপজেলার ১৪৯টি মন্ডবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিদিন মন্দিরে সিসিটিভির আওতায় আনা হয়েছে।