কালীগঞ্জে (ঝিনাইদহ) প্রতিনিধি : ৮ বছর পর আদালতের নির্দেশে প্রশাসন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাড়ীপাড়া গ্রামের হোমিও ডাক্তার আব্দুল মাজেদের লাশ কবর থেকে উত্তোলন এবং ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছেন ।
উল্লেখ্য গত ৫/৩/২০১৭ কালিগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের এক বাড়ীতে হোমিও ডাক্তার আব্দুল মাজেদ নিহত হয়। নিহত আব্দুল মাজেদ জামাতের সক্রিয় কর্মী হওয়ায় তাকে হত্যা করা হযয়ে এবং ভয়-ভীতি ও পরিবারের অন্যদের হত্যার হুমকি দেখিয়ে একরকম জোরপূর্বক দাফন করাতে বাধ্য করে বলে তার ছোট ভাই তালেব ও পরিবারের অন্যান্য সদস্যরা এই তথ্য জানান। আওয়ামী সরকারের পতনের পর গত ২৪ সালে নভেম্বর মাসে নিহত মাজেদের পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন এবং ন্যায় বিচারের স্বার্থে ঝিনাইদহ আদালত নিহত মাজেদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে প্রশাসন বৃহস্পতিবার বেলা ১১ টার সময় তার নিজ গ্রামের পারিবারিক গোরস্থান থেকে তার লাশের হাড় কবর থেকে উত্তোলন করেন এবং ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেন।
কালীগঞ্জের লাশ কবর থেকে ডাক্তারের উত্তোলন

Leave a comment