সোহেল আহমেদ, (ঝিনাইদহ) কালিগঞ্জ : ঝিনাইদহ কালীগঞ্জের পল্লী নিয়ামতপুর গ্রামে গত রাতে কে বা কারা আব্দুল হকের পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মাছ মেরে দিয়েছে।প্রতিদিনের ন্যায় মোঃ আব্দুল হক ভোর সকালে পুকুরে গেলে, নাকে পায় বিষের গন্ধ এবং পুকুরে দেখেন প্রচুর পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে। আব্দুল হকের আহাজারীতে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পাই মর্মাহত এই ঘটনা । সবার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা কেউ ঘটাতে পারে। ভুক্তভোগী ও এলাকাবাসী দোষী ব্যক্তিদের শাস্তি দাবি জানিয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানা ও উপজেলা মৎস অফিসে অভিযোগ করেছেন আব্দুল হক বলে তিনি জানান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন যাবত আব্দুল হক পুকুরে মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল । পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনে ক্ষতিতে আব্দুল হকের পরিবার ও এলাকাবাসীর ভিতট ক্ষোভের সৃষ্টি সৃষ্টি হয়েছে।