নাজমুল হক, পাটকেলঘাটা : কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের ইংরেজী শিক্ষক মো: সজিব উদ দৌলা এবং নব কুমার পাইন এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফ্ফার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নেছার আলী, খগেন্দ্র নাথ, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দীন, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন। বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, ফারদীন, সুমাইয়া প্রমুখ।