বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ চলমান “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের ১ম সংশোধন ২৯ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডীনগণ, ইনস্টিিিটউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, হল প্রভোস্টগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান শেষে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিলো ৮৩৮৩৬.৯৮ লক্ষ টাকা। বর্মমানে অনুমোদিত ১ম সংশোধিত ব্যয় ১২২৫৬৯.৮৭ লক্ষ টাকা। প্রকল্পটি সম্পাদণের মেয়াদ আগামী ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
কুয়েটে ইআইএএ প্রকল্পের ১ম সংশোধন অনুমোদন করায় র্যালি অনুষ্ঠিত

Leave a comment