বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ২০২০ সালে অনুষ্ঠিত ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০’ এর সমাপ্ত খেলাসমূহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপ পরিচালক (ছাত্র কল্যাণ) ড. দীপায়ন মন্ডল এবং শিক্ষার্থীদের পক্ষে মেহেদী হাসান রাজ। এসময় পরিচালক (ছাত্র কণ্যাণ) দপ্তরের উপ পরিচালক (ফিজিক্যাল) মোঃ হেলাল ফকিরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।