খুবি প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, কুয়েটে যখন রক্ত ঝরে আবরার তোমায় মনে পড়ে’ ,’আবু সাঈদ মুগ্ধ ,শেষ হয়নি যুদ্ধ’,’সন্ত্রাসীদের চামড়া,তুলে নেব আমরা’,’সন্ত্রাসীদের হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ’। এ সময় শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, “আমরা শিক্ষাঙ্গনে এমন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কুয়েটের শিক্ষার্থীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে। আমরা বিশ্বাস করি, শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েটের শিক্ষার্থীদের উপর এই হামলা কেবল তাদের উপর নয়, বরং সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রতি এক হুমকি। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদ মিছিল কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।