কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের দুইদিন পর রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধা করেছে পুলিশ। তাকে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কার্যত: কয়েক টুকরা করেছে দূর্বৃত্তরা। রোববার বেলা ১২টায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার (জিকে) সেচখালের পাশ্ববর্তী একটি তামাক ক্ষেতের মধ্য থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রঙ্গিলা খাতুন (৩৫) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হাসেমের মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন সন্তানের মা রঙ্গিলা খাতুন শনিবার বিকেলে বাড়ির পাশর্^স্থ মাঠে তার ছাগল আসতে যায়। এরপর তাকে আর খুজে পাচ্ছিলো না পরিবারের লোকজন। রোববার সকালে প্রতিবেশি আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গেলে স্থানীয় জনৈক মনিরুল ইসলাম নামের এক কৃষককের তামাক ক্ষেতের মধ্যে রঙ্গিলা খাতুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বামী শফিকুল ইসলাম বলেন, রঙ্গিলার সাথে কারো কোন শত্রæতা ছিলো না। আমরা বেশ সুখে ছিলাম। পারিবারিক ভাবেও কোন কলোহ ছিলো না। তবে কারা এমন কাজ করছে বুঝতে পারছি না। মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, রোববার সকালে উপজেলার নওদাপাড়া এলাকার মাঠের মধ্যে ক্ষত-বিক্ষত এক মহিলার লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।