বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শনিবার দুই দিনব্যাপী ১ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (আইসিআইসিটিডি ২০২২)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ইউজিসির সম্মানিত সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন টিপিসি চেয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ এবং প্রফেসর ড. মনির হোসেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন আইসিআইসিটিডির অংশগ্রহণকারীদের মধ্যে প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশিদ বেস্ট পেপার এ্যাওয়ার্ড ও বেস্ট ফিমেল অথর এন্ড প্রেজেন্টেশন এ্যাওয়ার্ড তুলে দেন।
উল্লেখ্য, ২৯-৩০ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৪৩ ওরাল সেশন, ৫টি কি-নোট স্পিচ, ৩টি ইনভাইটেড টকস, ১টি সেমিনার এবং ৩টি পেরালাল ওরাল সেশন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহণ করেন।
কুয়েটে আইসিআইসিটিডি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী
Leave a comment