বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দ্যেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য দ্বারা সাংবাদিক মহলে বিভ্রান্ত ছড়াচ্ছে। সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, উচ্চ আদালতের কোন আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। বরং যথাযথ মর্যাদা দিয়ে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নসহ শ্রম আইনের আলোকে খুলনা সাংবাদিক ইউনিয়ন পরিচালিত হয়ে আসছে। এ ঘটনায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শনিবার দুপুর ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) শহীদ হাদিস পার্কে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা। এছাড়া সভায় ৭ মার্চ বার্ষিক সাধারন সভা ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, দিলীপ বর্মন, শেখ আব্দুল হামিদ, এসএম মনিরুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।