আশরাফুজ্জামান, কেশবপুর : কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে। কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কেশবপুর এনজিও কর্মকর্তাদের নিয়ে সোমবার বিকেল ৪টায় এই মিটিং শুরু হয়। এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর এনজিও সমন্বয় কমিটির সভাপতি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন। প্রতি মাসের ন্যায় এনজিও কার্যক্রম উপস্থাপন করেন মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আব্দুর রহিম। অনুষ্ঠানের সভাপতি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন বলেন কেশবপুর সকল এনজিও কর্মকর্তাগনের সাথে নিয়ে তিনি কাজ করতে চান এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী , মোঃ আসাদুজ্জামান খান এসো বাঁচতে শিখি, আব্দুল্লাহ -নুর-আল আহসান, জোৎস্নাময়ী গোরদার ম্যানেজার উদ্দীপন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর এনজিও কর্মকর্তা গন, কামরুজ্জামান রাজু, সুপিয়া পারভীন, মনিরা খানম, সবুরোন নেছা, মোসলেম উদ্দিন, প্রমুখ।