কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে জাকজমকপূর্ণভাবে চারুপীঠ একাডেমির এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকালে এ উপলক্ষে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গুণিজন সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চারুপীঠ একাডেমির সভাপতি তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন, কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি। চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান
আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে চার গুণিজনকে চারুপীঠ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও সাবেক সহকারী শিক্ষক হোসনে আরা বেগম। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।